বয়স ৩৫ দাবির কর্মসূচি থেকে আটক ৭, বিক্ষোভ

আটকদের মুক্তিসহ চাকরির বয়স ৩৫ করার দাবিতে বিকেল সাড়ে পাঁচটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। ছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকেল চারটার দিকে মানববন্ধনের আয়োজন করেছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আন্দোলনকারীদের অভিযোগ, মানববন্ধন শুরুর আগেই সেখান থেকে পরিষদের সাত নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ৷ পরে আটকদের মুক্তিসহ চাকরির বয়স ৩৫ করার দাবিতে বিকেল সাড়ে পাঁচটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা৷

বিক্ষোভে রয়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা তাঁদের দাবি অনুযায়ী, আটককৃতরা হলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদ, আনিসুল হক, মো. শামীম, বিনয়, মো. সাকিব, মো. মানসুর ও আলী আশরাফ৷

বিক্ষোভে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সুদীপ পাল বলেন, শনিবার বিকেলে তাঁরা শাহবাগ মোড়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন মানববন্ধন শুরুর আগেই সেখান থেকে তাঁদের ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়৷ আটকদের মুক্তি ও চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে তাঁরা বিক্ষোভ করছেন৷ দাবি আদায় না হলে তাঁরা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিতেও যেতে পারেন৷

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা শাহবাগে আন্দোলন-কর্মসূচি করতে এলেই রাস্তা অবরোধ করেন৷ এই মুহূর্তে এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে৷ রাস্তা অবরোধ করলে চরম জনদুর্ভোগ হবে৷ তাই কর্মসূচি থেকে ৪-৫ জনকে কথা বলার জন্য থানায় ডেকে নেওয়া হয়েছে৷ তাঁরা প্রেসক্লাবে কর্মসূচি করতে চাইলে অনুমতি দেওয়া হবে৷’

See More Notice