অডিটর পদের (CGDF) নিয়োগ লিখিত পরীক্ষা ২৭ জুলাই বিস্তারিত দেখুন নিচের লিকেঃ

Ministry of Defence CGDF job circular Offer Some New Vacancy at www.cgdf.gov.bd. Recruitment Notice of Ministry of Defence CGDF also found at ejobsnew.com. Educational Qualification for the Ministry of Defence CGDF job circular Exam Date, written Result and Admit Card Notice below this Post . Most of the Ministry of Defence CGDF jobs and Non govt job application completed by Online method by Official Website. You can also know how to apply Ministry of Defence CGDF Job Circular in 2019.

Ministry of Defence CGDF Some New Vacancy at www.cgdf.gov.bd. Educational Qualification for the Ministry of Defence CGDF Job Circular written below this Post. You can further know how to apply Ministry of Defence CGDF job circular in 2019.

CGDF Job Circular

Many people find government jobs such as Ministry of Defence CGDF jobs. Now Ministry of Defence CGDF published new jobs circular. Before apply Ministry of Defence CGDF job through Online keep below this short Information.

অডিটর পদের (CGDF) নিয়োগ লিখিত পরীক্ষা ২৭ জুলাই
বিস্তারিত দেখুন নিচের লিকেঃ

Post Name And Vacancy was: Auditor

Exam Date:  27 July 2019
Exam Time: Check official notice when published.

CGDF Admit Card has been published

Download CGDF Admit Card

CGDF Teletalk Apply Form, admit Card 2019

  • Exam Complete on : 12 July 2019
  • Post Name : Auditor
  • Result Type: MCQ Test
  • Total Selected Candidate: (Update very soon)
 CGDF Result Notice 2019

CGDF Result Notice 2019

CGDF Written Exam & Viva Date 2019

Already CGDF Authority Published Written Exam Date on their Official website at www.cgdf.gov.bd . CGDF Written Exam will be held on 27 July 2019. Prepare yourself as a better candidate for CGDF Viva Exam.

CGDF Question Solution (Auditor Post)

Before Prepare CGDF written Examination you must need to check your question papers. If you already solved cgdf question papers then its ok. I am also given you CGDF Question solution which exam was complete today on 12 July 2019. And share this post if you searching for CGDF Job MCQ Test Result.

CGDF Question Solution (Auditor Post)
CGDF Question Solution (Auditor Post)

১. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?– ময়ূখ
২.‘প্রাণভয়’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?– প্রাণ যাওয়ার তরে ভয়
৩.‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?— অশোভন বিদ্রুপ করা
৪.‘ শ্বশ্রু’ শব্দের অর্থ কি?— শাশুড়ি
৫.‘সরব’ শব্দের‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে?–সঙ্গে
৬.‘ চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?— ফারসি ও আরবি
৭.নিচের কোন শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক?—
৮. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?— তদ+রূপ
৯.যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ বুঝা যায় কোন ধরনের শব্দ বলে?–রূঢ়ি শব্দ
১০. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যদি জন্য ব্যবহৃত হয়?–কোলন
১১. নিচের কোন বানানটি শুদ্ধ?– পরিষেবা
১২.‘Etiquette’ ‘শব্দের সঠিক পরিভাষা কোনটি?— শিষ্টাচার
১৩.নিচের কোন শব্দটি‘ বৃক্ষ’ শব্দের সমার্থক নয়?—শৃঙ্গী
১৪.‘বেশ এক ঘুম ঘুমিয়েছি’এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ?—সমধাতুজ কর্ম
১৫.নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়?—রজনী
১৬.‘ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কে সম্পাদনা করেন?–ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
১৭.‘ সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?—সুনীল গঙ্গোপাধ্যায়
১৮.‘ কথার তবুড়ি’ এর অর্থ কি?— আনর্গল কথা
১৯.‘বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে’ এর এক কথায় প্রকাশ কি?–পরিবেদন
২০.‘প্রতীচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?—প্রাচ্য

২১. The “effects” of “consuming electronic media” “are” likely to be “ far more” limited than the panic implies—

২২. “71 percent” of “ respondents indicated” that “ using a” co-working space “ increased his” creativity– “ no error” ———–

২৩.” some argues” that because the” free market allow” for” personal choice” for “they are” ethical. ——-

২৪. Co- working “ spaces are” “designated” location that, “for a free” individuals “could use to” conduct their work—

২৫. The more “we practice” “ suffering and scanning” “ the more” adept our ”brain becomes” at those tasks—

২৬. Why do gift – givers assume gift price is closely linked to gift recipients feelings of appreciation—

২৭. People spend hundreds of dollars each year on gifts, somehow never learn to calibrate their gift expenditures according to personal insights—-

২৮. At first glance space mining seems to sidestep most environment concerns there is no life on asteroids, and thus no habitats trash–

২৯. The main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey a by-product—-

৩০. Scientists have long known that soot particles facilitate melting darkening snow and ice limiting its ability to reflect the sun’s rays-

৩১. The cyclones has had a negative impact “over the” economy of the country–

৩২. Five countries, including Bangladesh, “ is home” to half of the world’s poor—

৩৩.It is frustrating, When “ besides” working hard, he didn’t earn much–

৩৪. This is clearly a masterpiece “ never I had” seen another piece of art so unique—

৩৫. His incredible success in the sporting arena is “ nothing” short of enviable–

৩৬. If every move you make is being —— liberty is ———-

৩৭. Amidst all the ——-, I could hardly ——- what he was saying.

৩৮. The ——— gained further ——– after the leader of the rebel group was arrested.

৩৯. His inability to resolve the long-standing——-put him in a state of ———-.

৪০. Public ——-of the company’s poor financial state could have a very ——– impact on its share price.

৪১. একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুন এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?– -2

৪২. p>2 ও q>-1 হলে নিচের কোনটি সব সময় সত্য হবে— -p<2q

৪৩. N সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্র কে 3 করে চকলেট দিলে 5 টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4 টি করে চকলেট দিতে গেলে আরো 21 টি চকলেট এর প্রয়োজন হয়। ওই ক্লাসে ছাত্র সংখ্যা কত— ২৬

৪৪. 10 মিটার/ মিনিট বেগে 40 মিটার দীর্ঘ 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোন থেকে কর্ণ বরাবর হেটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে — ১২

৪৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেলে p এর মান কত — ২২

৪৬.ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ঃ৯ । যদি কবি ববি কে 21 টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৭ঃ৬। আবার যদি ববি কবিকে 11 টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৫ঃ৮। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে— ১৩

৪৭. একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা সাড়ে 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেয়া হলো । একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না– ৩

৪৮. একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গ মিটার । বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150 %। আবার আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্যর এক তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ — ১৫০%

৪৯. একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202 তম সংখ্যাটি কত– ৮০২

৫০. কটন আলীর গত তিন বছরের গড় আয় ৫৫০০০ টাকা। যদি সে দ্বিতীয় বছরে প্রথম বছরের৩/২ গুন আয় করে থাকে এবং তৃতীয় বছরের দ্বিতীয় বছরের ৫/২ গুনা আয় করে থাকে তাহলে তার দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড় কত টাকা— ৩৯৬০০

৫১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে, রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে— ৫%

৫২. জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40 শতাংশ বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20 পার্সেন্ট হ্রাস পেল। যদি জুলাই মাসের সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল— কোনটিই নয়

৫৩. ছোটন এর বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 72150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত– ৭২২০০

৫৪.একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম x% বৃদ্ধি করল, এতে তার বিক্রিত টিভির সংখ্যা y% কমে গেল, কিন্তু এতেও তার মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো, নিচের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ– ১০০/(১০০-y)

৫৫. মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী, সাত দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল , কিন্তু তার দুই দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না, যদি ঘড়ির দাম 18 % তোমার পর 4100 টাকা হয়ে থাকে ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা– 132

৫৬. ট্রেন মধুমতি স্টেশন ক থেকে ভোর চারটায় যাত্রা শুরু করে এবং সকাল 11 টায় স্টেশন খ তে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন খ থেকে সকাল ৫:৩০ টায় যাত্রা শুরু করে ও সকাল দশটায় স্টেশন ক তে পৌঁছায়। ট্রেন দুটি সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করা শুরু করেছিল— 7:33

৫৭. 32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একটি কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ দুই দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরও কতজন বালিকা প্রয়োজন হবে– 24
৫৮. লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু ক্রয় করল। তবে ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা বাংলা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে থাকে , সে কতটি গোলাপ কিনেছিল—- 25
৫৯. 472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে— 48
৬০. 9 ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -15 , সবগুলো সংখ্যার সমষ্টি কত— 135
৬১.ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?–কোনোটিই নয়
৬২. জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি?— সিগফ্রিড লাইন
৬৩.সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষ মারা যান?–মিশর
৬৪.‘ গোলান মালভূমি’ কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল?—সিরিয়া ও ইসরাইল
৬৫. উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?– NATO
৬৬. আমাজান বনভূমি নিচের কোন দেশের অংশ নয়?– আর্জেন্টিনা
৬৭. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?–মেসোপটেমিয়া
৬৮. ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক কে?–তারেক মাসুদ
৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদকাল কত বছর?–১৫ বছর
৭০.MS Officeএর কোন সফটওয়্যার টি ডাটাবেজ নিয়ে কাজ করে?–
৭১.একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে?-রোহিত শর্মা
৭২.MS Word এ table of contents তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?–
৭৩.২০১৮ সালে বাংলাদেশের কোন খাতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে?–
৭৪.MS Powerpoint এ গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাব এ পাওয়া যায়?–
৭৫. মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?–
সেক্টর ২
৭৬. চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়?–বান্দরবন
৭৭. নিচের কোনটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?–হিমসাগর আম
৭৮. পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি‘ জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?– নওগাঁ
৭৯.বাংলাদেশের কোন সাহিত্যিক২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?- অধ্যাপক আনিসুজ্জামান
৮০. সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে?–

পোস্টটি শেয়ার দিন..

 

Vacancy No. 31
Post name Check Circular below
Type of Jobs Full Time
Job category Govt jobs
Job Level Mid
Job description / Responsibilities They are looking for smart, well known, self-motivated candidates.
Educational Requirements JSC Pass.
Experience Requirements Check Circular below
Additional Job Requirements Good Knowledge in the relevant jobs
Other Benefits As others Author policy
Salary 12,500 – 30,230 Taka
Jobs Location Check Circular below
Age limit for jobs 18 to 30 Years (22-04-2019)
Job Posting Date 11 April 2019
Application start 15 April 2019 (10.00 AM)
Application Fee 50 – 100 Taka (Depends on Post)
Deadline 05 May 2019 (05.00 pm)
Jobs Source http:// cgdf.teletalk.com.bd
Web Address http://www. cgdf.gov.bd

How to Ministry of Defence CGDF job circular

Are you ready for apply this Ministry of Defence CGDF job circular using your Online www.cgdf.gov.bd. Let`s follow this instruction and complete your Ministry of Defence CGDF Online application registration.

Ministry of Defence CGDF Job Circular Exam Date, Result and Admit Card Notice

Many Candidate search for Ministry of Defence CGDF Jobs exam date, admit card download notice etc, on Google. We are capable to provide for your all information about this Bank jobs, Ngo Jobs circular by our website. wherein online registration will be complete applicant can be able to download there admit card through Ministry of Defence CGDF job circular Board official website.

To get Daily Jobs, Bank jobs circular Continue with our website and share our post to your time line. You be able also able to conglomeration with us on our Facebook Fan page. For Next Updates about Ministry of Defence CGDF Job circular Notice, Exam Result or Admit card Download stay with us. My Website or comment below for further information. You can also get more notice about Ministry of Defence CGDF job to there official website address at www.cgdf.gov.bd. Hope you do all this body forget your Any Government Jobs circular from Bangladesh. Thanks for being with us.

See More Post:

নতুন সব চাকুরীর খবর